গুগলকে তিনশ ৪৫ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিজ্ঞাপন প্রযুক্তি খাতে প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম চালানোর অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। গত এক দশকে ইউরোপের প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের সঙ্গে গুগলের বিরোধে চতুর্থ দফায় এটি বড় ধরনের জরিমানা। এ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একে ‘অন্যায্য’ ও ‘বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এ বিষয়ে তিনি সরাসরি ইইউ-এর সঙ্গে কথা বলবেন। ইউরোপীয় ইউনিয়নের জরিমানার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমেরিকান সৃজনশীলতাকে এভাবে বাধা দেওয়া যাবে না। যদি এটি চলতে থাকে তবে আমি বাধ্য হব সেকশন ৩০১ কার্যক্রম শুরু করতে, যাতে অন্যায্য জরিমানাগুলো বাতিল করা যায়।” ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে কোনো...