কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি পদপ্রার্থী, কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন খোকসায় পাঁচ হাজার ফলজ বৃক্ষ বিতরণ ও লিফলেট প্রচার করেছেন। শনিবার বিকেল চারটার দিকে খোকসা উপজেলা গেট থেকে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন মঈনউদ্দিন ও তাঁর সহযোগীরা। পদযাত্রা শেষে উপজেলা গেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ হাজার পরিবারের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈনউদ্দিন বলেন,...