ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ ও হল সংসদের সদস্যদের প্রার্থীরা শপথ পাঠ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখে ঐতিহাসিক বটগাছের নিচে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ শপথ পাঠ অনুষ্ঠানের সূচনা করা হয়।আরো পড়ুন:ডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগবদরুদ্দীন উমরের মৃত্যুতে ছাত্র ফ্রন্টের শোক ডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ডাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ পাঠের সময় আবিদের সঙ্গে সঙ্গে প্যানেলের অন্যান্য সদস্যরা তাদের সঙ্গে কণ্ঠ মেলান। ১. প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফ্যাসিবাদী শাসনামলের ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য...