ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ আগেই হাতাছাড়া করেছে ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঝড় তুলেছেন ইংলিশ ব্যাটাররা। জো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরি ও জেমি স্মিথ ও জশ বাটলারের ফিফটিতে চার শতাধিক রান করেছে স্বাগতিক দলটি। সাউদাম্পটনের টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৪ রান করেছে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ইংলিশদের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগে ২০১৬ সালে ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ৩৯৯ রান করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৯ রান আসে ইংল্যান্ডের। ৩৩ বলে ৩১ রানে বেন ডাকেট ফিরে গেলে জুটি ভাঙে। ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৪৮ বলে ৬২ রান করে ফিরে যান স্মিথ। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার।...