কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে নতুন চারটি ভাড়া করা বিআরটিসি ডাবল ডেকার বাস যুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে ডাবল ডেকার বাস চারটি উদ্বোধন করেন । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। উপাচার্য প্রফেসর ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা মনে করি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যানবাহন সুবিধা দিয়ে থাকে এবং আজকের এই দ্বিতল চারটি বাস উদ্বোধন শুধু...