প্রগতিশীল চিন্তাবিদ, লেখক এবং বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯৪ বছর বয়সে এই বিশিষ্ট ব্যক্তিত্ব মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।শোকবার্তায় তারেক রহমান বদরুদ্দীন উমরকে ‘স্বাধীন বিবেকের এক প্রতীক’ হিসেবে মন্তব্য করে বলেন, বারবার রাজরোষে পড়লেও তিনি তার আদর্শ বাস্তবায়নে আপোষহীন ছিলেন। কোনো ভীতি বা হুমকি তাকে কর্তব্যকর্ম থেকে বিরত রাখতে পারেনি। স্বৈরাচারকে উপেক্ষা করে তিনি সবসময় তার স্বাধীন মতামত প্রকাশে ছিলেন নির্ভীক।তারেক রহমান আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা এবং সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে বদরুদ্দীন উমরের চিন্তা, লেখনি এবং সক্রিয় তৎপরতা ছিল অবিস্মরণীয়। তার গবেষণাধর্মী গ্রন্থগুলো জাতির নানা ক্রান্তিকালের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...