শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে বিজিবি। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা থেকে এসব এলাচ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা নামক এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করতে সক্ষম হয়। এদিকে বিজিবির অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহের ৩৯...