রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে নিজেদের প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এই প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন। শিবির ঘোষিত এই প্যানেলে নারী শিক্ষার্থী ছাড়াও রয়েছেন সনাতনী ও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী। ঘোষিত প্যানেল অনুযায়ী, রাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি ও রাবি ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক এসএম সালমান সাব্বির প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া অন্যান্য পদের প্রার্থীরা হলেন– ক্রীড়া সম্পাদক হামিদুল্লাহ নাঈম, সহকারী ক্রীড়া সম্পাদক...