মানবস্বাস্থ্য রক্ষার্থে বায়ুর গুণগত মানোন্নয়নের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত অনুযায়ী বরিশালে নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের (জেটনেট বিডি) সহয়োগিতায় সদস্য সংগঠন প্রান্তজন, আভাস, আরোহী, সিল্ট ও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আয়োজনে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্মিনী কুমার হলের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী বলেন, বায়ুদূষণ বর্তমান বিশ্বে প্রথম পাঁচটি মৃত্যুকারণের একটি; বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে অকাল মৃত্যুবরণ করে, যা অন্য যেকোনো পরিবেশগত দূষণে সংঘটিত মৃত্যু সংখ্যার চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, বায়ুদূষণজনিত অসুস্থতায় মানুষের কর্মক্ষমতা বহুলাংশে হ্রাস পায়, এর আর্থিক মূল্য অপরিসীম। আরোহীর...