অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানাকে (৪৩) বরখাস্ত করা হয়েছে।গত সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাসুদ রানার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত কমিটিতে সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুর রহমানকে প্রদান করে উপজেলা সমবায় কর্মকর্তা রিনাৎ ফৌজিয়া ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমানকে তদন্তভার দেওয়া হয়।অভিযোগপত্রে ইউপি সদস্যগণ মাসুদ রানার অব্যাহতি চেয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগের দাবি করেন।জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর-পর গড়পাড়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও...