সকালে টিম হোটেলের ফিটনেস সেন্টারে হালকা অনুশীলন, টিম মিটিং, ভিডিও সেশন-এগুলো করেই রোববার দিন কাটিয়েছে বাংলাদেশ দল। একেবারে ভিন্ন চিত্র নেপাল শিবিরে। দুই দল আছে কাঠমাণ্ডুর একই হোটেলে। সেখানে গিয়ে দেখা গেল, টিম বাসে করে কিরণ-অঞ্জনরা হোটেল ছাড়ছেন। খোঁজ নিয়ে জানা গেল, প্রস্তুতি নিতে রওনা দিচ্ছেন তারা। দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দুই দলের এই দিনের কার্যক্রমে এমনই ভিন্নতা! শনিবার প্রথম ম্যাচের গোলশুন্য ড্র ফল নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা এদিন বিশ্রাম দিয়েছেন জামাল-তপুদের। দ্বিতীয় ম্যাচের জন্য মাঠের অনুশীলন শুরুর আগে রিকভারিতে দিয়েছেন গুরুত্ব। নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস হাঁটেননি সে পথে। ধকল কাটানোর সুযোগ না দিয়ে শিষ্যদের নিয়ে তিনি ছুটেছেন মাঠে। এর কারণটাও তিনি বলেছিলেন প্রথম ম্যাচের পরই-দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শক্তভাবে ফিরে আসবে। দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার হবে দ্বিতীয় ম্যাচ।...