নিজস্ব প্রতিবেদক : বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে-এর কনসার্টে ঘটে যাওয়া একটি মুহূর্ত বদলে দিয়েছে এক নারীর ব্যক্তিগত ও পেশাগত জীবন। ‘কিস-ক্যাম’-এর ক্যামেরায় ধরা পড়ে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং প্রতিষ্ঠানের সিইও অ্যান্ডি বাইরন-এর অন্তরঙ্গ দৃশ্য। সেই মুহূর্তে মঞ্চে থাকা কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেছিলেন,“তারা হয়তো প্রেমে পড়ে গেছে, নয়তো খুব লাজুক!”এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। এরপরই শুরু হয় বিতর্ক ও সমালোচনার ঝড়। ঘটনাটির কারণে ক্রিস্টিন ও অ্যান্ডি উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। তাদের নিয়ে বিভিন্ন কৌতুক অনুষ্ঠান ও ট্রলে রীতিমতো হাস্যরসের বিষয় হয়ে ওঠেন তারা। তবে ঘটনাটি শুধু পেশাগত জীবনেই নয়, প্রভাব ফেলেছে তাদের ব্যক্তিগত জীবনেও। গণমাধ্যম নিশ্চিত করেছে, ভাইরাল ভিডিওর মাত্র দুই মাস পর, গত ১৩...