বিগত এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জানমালের কোনও নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গত ৫৪ বছরে কোনো সরকার মানুষের মর্যাদা ও অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি প্রবীণ আইনজীবী সৈয়দ মো. জামাল।...