ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (৭ সেপ্টেম্বর) দখলদার ইসরাইলি সরকারের অবৈধ নেটিভোট বসতি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালিয়েছে। আল-কুদস ব্রিগেডের বরাত দিয়ে আল-মায়াদিনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার সরকারের চলমান অপরাধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বলেছে, গাজা উপত্যকা থেকে নেটিভোটের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তাদের দাবি, এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। এর আগে ইসরাইলি গণমাধ্যম জানায়, এ রকেট হামলার পর তথাকথিত ‘গাজা এনভেলপ’ জোন এবং পশ্চিম নাকাবজুড়ে সাইরেন বেজে ওঠে। এদিকে সর্বশেষ এই অভিযানটি গত কয়েকদিনের ইসরাইলি হামলায় গাজার সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার পরই ঘটলো।আরও পড়ুনআরও পড়ুনরামন...