পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত মিসরের সিনাই পর্বত। এই পাহাড়ে দাঁড়িয়েই মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হজরত মুসা (আ.)। পবিত্র এই স্থানটি হাজার বছর ধরে সংরক্ষিত রাখা হলেও বর্তমানে মিসর সরকার জায়গাটিকে বিলাসবহুল মেগা-রিসোর্টে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।এই পর্বত কেবল ইসলাম ধর্মের জন্য নয়, খ্রিস্টান ও ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয়, এখানে নবী হজরত মুসা (আ.) ঐশ্বরিক বাণী পেয়েছিলেন। স্থানীয়রা এই স্থানটিকে ‘জাবালে মুসা’ বা মুসার পর্বত নামে চেনেন।অনেক বছর ধরে পর্যটকরা বেদুইন গাইডদের সঙ্গে এই পাহাড়ে চড়ে সূর্যোদয় দেখতেন এবং ধর্মীয় পদযাত্রায় অংশ নিতেন। কিন্তু এখন মিসর সরকার এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল আবাসে রূপান্তর করার পরিকল্পনা করেছে, যা নিয়ে বিরোধিতা চরমে পৌঁছেছে।এই স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান...