বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে।রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর বেলাবতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে তিনি এ কথা বলেন।জয়নুল আবেদীন বলেন, বিএনপি সারাদেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্ন ও দুর্যোগকালীন কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জনগণের পাশে ছিল না। তারা জনগণকে বঞ্চিত করেছে। কিন্তু বিএনপি জনগণের পাশে ছিল এবং বর্তমানেও জনগণকে পাশে রেখে কাজ করছে, আগামীতেও করে যাবে।মাওলানা নোমানীর জানাজা থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটামএ সময় উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তারেক আব্দুল্লাহ আল...