রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দ্বায়িত্ব পালনকালে সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাকে আটক করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে গতকলা শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। ট্রাফিক-মিরপুর বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তী...