দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাই কারখানায় অভিযানে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তি দেওয়া হবে। শুক্রবার ওই কারখানায় অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে ৪৭৫ জনকে গ্রেফতার করে মার্কিন কর্মকর্তারা। মধ্যে তিনশর বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান স্টাফ কাং হুন-সিক বলেছেন,প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আটক ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য একটি চার্টার্ড বিমান পাঠানো হবে। তিনি আরও বলেন,ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে ভিসা ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে। কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই প্রায় তিন হাজার একরজুড়ে বিস্তৃত। ওই কারখানায় এক বছর ধরে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে। রাজ্যের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর...