নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, এসব দৃশ্যে থাকা পুরুষ ব্যক্তি শরিফ ওসমান হাদি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তারা জানিয়েছে, ছড়ানো ছবিতে যিনি রয়েছেন, তিনি ওসমান হাদি নন। বরং, ছবিগুলো আসলে অ্যান্টোনি ও এনা নামের এক মার্কিন দম্পতির ব্যক্তিগত ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। এই ভিডিওটি গত ২৩ আগস্ট ‘@antxana’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। অ্যাকাউন্টটি ঘেঁটে দেখা গেছে, এটি একটি পারিবারিক অ্যাকাউন্ট, যেখানে ওই দম্পতি তাদের দুই সন্তানের সঙ্গে পারিবারিক মুহূর্তের ভিডিও শেয়ার করেন। ছবিগুলোর সাথে ওই ভিডিওর দৃশ্যের ফ্রেম হুবহু মিলে গেছে, যা প্রমাণ করে—ছবির পুরুষ ব্যক্তি আসলে অ্যান্টোনি, ওসমান হাদি...