দেশের জাহাজ নির্মাণ (শিপ বিল্ডিং) শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। তৈরি পোশাকখাতের পরে গুরুত্বপূর্ণ জাহাজ শিল্প। তাই এই সম্ভাবনা কাজে লাগাতে এ খাতের বিদ্যমান আইন যুগোপযোগী করা হবে। বিদেশে জাহাজ হস্তান্তর উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন। অনুষ্ঠানে নিজেদের তৈরি জাহাজ হস্তান্তর করে আনন্দ শিপইয়ার্ড। সাড়ে ৫ হাজার টন ধারণক্ষমতার আধুনিক মাল্টিপারপাস জাহাজ তুরস্কের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, এক সময়ে মানুষ যা স্বপ্নেও কল্পনা করেনি, আজকে তা বাংলাদেশ অর্জন করেছে। জাহাজ নির্মাণ দেশের শিল্পখাতে বিপ্লব। আদিলুর রহমান খান বলেন, জাহাজ নির্মাণের মতো সম্ভাবনাময় শিল্পকে কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আইনটি যুগোপযোগী করার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের হাতে সময় কম। তাই আমরা শুরু...