০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম প্রথমবার ত্রিদেশীয় কোনো সিরিজ আয়াজন করতে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে এই আয়োজন। সিরিজের বাকি দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে আগামী ফেব্রুয়ারিতে। এর আগে নভেম্বরে এই সংস্করণের ত্রিদেশীয় সিরিজটি খেলবে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনালে রোববার মুখোমুখি হবে দল দুটি। শ্রীলঙ্কা আছে জিম্বাবুয়ে সফরে। ত্রিদেশীয় সিরিজ শুরু আগামী ১৭ নভেম্বর, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ত্রিদেশীয় সিরিজের আগে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। কোটালীপাড়ায় ব্রীজের এ্যপ্রোচ ভেঙে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি লৌহজংয়ে জমি নিয়ে বিরোধের...