শনিবার (৬ সেপ্টেম্বর) ‘বিগ বস ১৯’-এর ‘উইকএন্ড কা ভার’ তোলপাড়। সঞ্চালক সালমান খানের এক বক্তব্যেই বাজিমাত। এদিন তিনি অনৈতিক আচরণের জন্য ভর্ৎসনা করেন প্রতিযোগী ফারহানা ভাটকে। কিন্তু দর্শক-শ্রোতাদের দাবি, ফারহানাকে সামনে রেখে আদতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একহাত নিয়েছেন সালমান! তো এদিন কী করেছেন বলিউড ভাইজান? গুঞ্জন, এক ঢিলে দুই পাখি মেরেছেন তিনি। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, ফারহানা বাকিদের মধ্যে বিবাদ ছড়িয়ে দিচ্ছেন। তার উস্কানিমূলক আচরণ এজন্য দায়ী। শনিবার এ কথাই বলতে শোনা যায় শো’র সঞ্চালককে। প্রতিযোগীকে তিরস্কার করে সালমান বলেন, শান্তির দূত তাঁকেই বলে, যিনি সবার মধ্যে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেন। কারও মধ্যে ঝগড়া হলে দায়িত্ব নিয়ে মিটিয়ে দেন। এরপরই তাঁকে বলতে শোনা যায়, আর ইনি তো গোটা দুনিয়ায় অশান্তির জাল বিছিয়েছেন! এখন তিনিই ‘শান্তি...