০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির টাংকি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিসের উদ্ধোধন করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফিতা ও কেক কাটার মধ্যে দিয়ে বিএনপির অফিস উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এসময় তিনি বলেন,এই অফিস উদ্বোধনের মাধ্যমে বিএনপির কর্মকাণ্ড বেগবান হবে।তবে সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ অফিসে দলীয় কর্মকান্ড ছাড়া কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।শালিসি বৈঠক করা যাবে না।সর্বোপরি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বিএনপির আত্মজীবনী নিয়ে লেখা বই পড়বেন এবং শিখবেন।কোন ধরনের দুর্নাম সহ্য করা হবে না। মতলব পৌর...