হামাসের ওপর চাপ বাড়াতে গাজা নগরী এবং এর আশপাশের এলাকায় হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা গাজা নগরীর উপকণ্ঠে ও খোদ গাজা নগরীর ভেতরে অভিযান আরও তীব্র করছি। আমাদের বাহিনী ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছে এবং শনাক্ত করা সন্ত্রাসীদের ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। ইসরায়েল হামলা বাড়ানোর ফলে গাজার বাসিন্দাদের মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য একটি ‘মানবিক অঞ্চল’ তৈরি করেছে। প্রায় এক লাখ বাসিন্দা গাজা নগরী ছেড়ে সেখানে চলে গেছেন। তিনি হামাসের বিরুদ্ধে বেসামরিক লোকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেন। তবে গাজার বাসিন্দা মুস্তাফা আল-জামাল জানান, তিনি কোথাও যাচ্ছেন না। তার মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর...