ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ এ তথ্য জানিয়েছে। এই নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থনে বিক্ষোভ বন্ধ করার জন্য সরকার জনগণের প্রতি আগে থেকেই আহ্বান জানিয়ে আসছে। জুলাই মাসে কিছু সদস্য একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানের ক্ষতি করার পর ব্রিটিশ সরকার সন্ত্রাসবাদ-বিরোধী আইনের অধীনে ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ করে। এরপর থেকে ফিলিস্তিন অ্যাকশনের শত শত সমর্থককে বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকের বয়স ৬০-এর উপরে। লন্ডন পুলিশ জানিয়েছে, শনিবার মধ্য লন্ডনে পার্লামেন্টের কাছে একটি বিক্ষোভ থেকে ৮৯০ জনকে আটক করা হয়েছে, যা এ ধরনের একক বিক্ষোভ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ গ্রেফতারের ঘটনা। গ্রেফতারদের মধ্যে ৮৫৭ জনকে একটি নিষিদ্ধ গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগে আটক করা হয়।...