অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সব বাধা অতিক্রম করে বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এ সরকার আগামী নির্বাচন সম্পন্ন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আদিলুর রহমান। বাংলাদেশের জাহাজ শিল্পের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টস শিল্পের পর গুরুত্বপূর্ণ শিল্প জাহাজ শিল্প। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের তৈরি জাহাজ বাংলাদেশের প্রতিক্ষায় ব্যবহৃত হবে। বর্তমানে দেশে জাহাজ শিল্প আরও ওপরের দিকে উঠছে। আনন্দ শিপইয়ার্ডে...