আসন্ন এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস। দলের সহঅধিনায়কের দায়িত্বও পেয়েছেন ইনতিশার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে অনুষ্ঠিত জাতীয় বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারাদেশ থেকে আসা ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত দল গঠন করা হয়। ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন মিডফিল্ডার হিসেবে। পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন ফরোয়ার্ড পজিশনে। অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি ট্রায়ালের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত দলে জায়গা পাননি। বাংলাদেশ এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ১৬...