দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে সরব প্রচার-প্রচারণা। পোস্টার, লিফলেটে শিক্ষার্থীদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি, প্যানেল গঠন এবং নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি জানতে চার ভিপি পদপ্রার্থীর সঙ্গে কথা বলেছেন যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তারা হলেন- শেখ সাদী হাসান (জাতীয়তাবাদী ছাত্রদল), আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন), আরিফ উল্লাহ (ইসলামী ছাত্রশিবির), আরিফুজ্জামান উজ্জ্বল (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ)। শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণ ও অধিকার নিয়ে কাজ করব: শেখ সাদী হাসান (জাতীয়তাবাদী ছাত্রদল) জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) শেখ সাদী বলেন, আমাদের দলে একটি পদের জন্য একাধিক যোগ্য প্রার্থী ছিল। ফলে আমরা সময় নিয়ে অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে সৎ, যোগ্য,...