চট্টগ্রামে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ হারালেন মো. আকিব নামে এক প্রবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আকিবের স্ত্রী উম্মে জহুরা পুষ্পা ও তার পরকীয়া প্রেমিক সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকিব দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি পুষ্পাকে বিয়ে করেন। স্বামী বিদেশ চলে গেলে পুষ্পা পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর আকিবের পরিবার থেকে আলাদা বাসা নিয়ে থাকতে শুরু করেন তিনি। সম্প্রতি আকিব বিদেশ থেকে দেশে ফেরেন। শনিবার রাতে স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে পুষ্পা তার পরকীয়া প্রেমিক সাইফুলকে বাসায় ডেকে আনেন। দুইজনে মিলে আকিবকে জবাই করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করার জন্য...