ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বাকি মাত্র দুদিন। শেষ দিনের প্রচার-প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতি, জানাচ্ছেন ইশতেহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীমোহাম্মদ সাকিবপ্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক সম্পাদক পদে। তার প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। তিনি জাগো নিউজকে জানিয়েছেন তার পরিকল্পনার কথা। সাক্ষাৎকার নিয়েছেনহাসান আলী। জাগো নিউজ: নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কতটুকু আশাবাদী? সাকিব:আলহামদুলিল্লাহ খুবই ভালো। কয়েকদিন আগে যখন নির্বাচন নিয়ে রিট হয়েছিল তখন একটা শঙ্কায় ছিলাম। এখন আশা করা যায়, ঠিকমতো নির্বাচন হবে। সব কার্যক্রম স্বাভাবিক চলছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। একটা অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় শিক্ষার্থী এবং প্রার্থী হিসেবে বাস্তবায়িত হতে যাচ্ছে। নারীদের যাতে নিরুৎসাহিত করা যায়, সে ধরনের আয়োজন আমরা...