নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইন্টেল-এর ১০% শেয়ার অধিগ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন, যা যুক্তরাষ্ট্র সরকারের করপোরেট অংশীদারত্বে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টেলের সিইও লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেন। সেই উত্তপ্ত পরিস্থিতিতে গত শুক্রবার ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এক বৈঠকে বসেন লিপ-বু ট্যান। বৈঠকের পরই এই চুক্তি সম্পন্ন হয়। বাণিজ্যমন্ত্রী লুটনিক এক্স (সাবেক টুইটার)-এ লেখেন:“যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ লিপ-বু ট্যানকে, এমন একটি ন্যায্য চুক্তির জন্য।” ট্রাম্প সাংবাদিকদের বলেন:“তিনি (লিপ-বু ট্যান) চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেশ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।” বিশ্লেষকরা ধারণা করছেন, ইন্টেল যে প্রায় ১০ বিলিয়ন ডলার অনুদান পাচ্ছে ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’-এর...