চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।” রোববার বিকালে চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রিজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন মেয়র। এ সময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়। মেয়র আরও বলেন, “নগরবাসী সচেতন হলে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে মশক নিধন কার্যক্রম আরও কার্যকর...