আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বামপন্থি তিনটি সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে এবং আচরণবিধির তোয়াক্কা না করে মিছিল করেন তারা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্যানেলের প্রার্থীরা মিছিল দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলে প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয়, এজিএস অদিতি ইসলামসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপিঅবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি এ সময় তারা ‘তরুণ সমাজের প্রথম ভোট, ৭১/২৪ এর পক্ষে হোক’, ‘ডাকসু প্রথম ভোট, মুক্তিযুদ্ধ/অভ্যুত্থানের পক্ষে হোক’, ‘সবার সেরা পরিষদ, অপরাজেয় ৭১’ ইত্যাদি স্লোগান দেন। সরেজমিনে দেখা যায়, প্যানেলের প্রার্থীরা রঙিন ব্যানার ও...