বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি। বিচারের কথা বলেছে বিএনপি। আওয়ামী লীগের জুলুম-অত্যাচারের বিচার বিএনপি যতটা চায়, অন্য কোনো দল এতটা চায় না।” রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচন করবে না। আসলে তারা জানে, নির্বাচনে দাঁড়ালে ১০টি আসনও পাবে না। তাই ভোট বানচালের চেষ্টা করছে। কিন্তু বিএনপির দায়িত্ব হলো—আগামী নির্বাচন সুষ্ঠু করতে কাজ করা।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কোনো দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রত্যাখ্যান করেনি। আগামী নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে। বিএনপি কখনো জবরদস্তি বা...