ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে সালমা বেগম (৩৮) নামে এক রোগী আহত হয়েছেন। আহত সালমা বেগম জানান, গত মঙ্গলবার কানের পর্দা ফেটে যাওয়ায় নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। কিন্তু ওয়ার্ডে সিট না থাকায় বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলাম। সকালে হঠাৎ আমার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই। তিনি আরও জানান, তাদের বাসা পুরান ঢাকার চকবাজার থানার নাজিম উদ্দিন রোড এলাকায়। আহত সালমা বেগমের মেয়ে মনি বলেন, সকালে খবর পাই, আমার মায়ের ওপর ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন। পাশের বেডের রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, সালমা বেগম আমার বেডের পাশে চিকিৎসা নিচ্ছিলেন। আমি সকালে ঘুমিয়ে...