চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১ বছরের মাথায় ভেঙে যাওয়া সেই কান্দুরিয়া খালের ভাঙা স্লুইসগেটের স্থলে আবারও নতুন স্লুইস গেইট নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই খবরে দীর্ঘ ৩বছর ধরে দূর্ভোগ পোহানো স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতি খালের শাখা দক্ষিণ বাকখাইন নোয়ারাস্তা কান্দুরিয়া খালের ওপর ৪কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্লুইস গেইট। সেটি নির্মাণের এক বছরের মাথায় ২০২২ সালে জোয়ারের পানির রাতে প্রায় ১০০ মিটার বেড়িবাঁধসহ খালে বিলীন হয়ে যায়। পাশের বেড়িবাঁধ ভাঙনের ফলে স্লুইস গেইটের অস্তিত্ব নিঃশেষ হয়ে যায়। স্লুইস গেইটটি খালের ভিতর তলিয়ে যাওয়ায় একদিকে যেমন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে উপজেলার চাতরী, পরৈকোড়া, বারখাইন, আনোয়ারা সদরসহ চারটি ইউনিয়নের হাজার হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।...