নবীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার বিকালে ভুয়া চিকিৎসক কাজল নাথের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।অবহেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উক্ত ভুয়া চিকিৎসক কাজল নাথকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে।শহরের শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।উল্লেখ্য, ইতিপূর্বে উক্ত ভুয়া চিকিৎসক কাজল নাথকে একাধিকবার জেল ও জরিমানা করা হয়েছে। নবীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার বিকালে ভুয়া চিকিৎসক কাজল নাথের চেম্বারে অভিযান চালিয়ে...