সাম্প্রতিক কিছু গণমাধ্যম প্রতিবেদনের প্রেক্ষিতে আলোচনা ও নিরস্ত্রীকরণ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হামাস। সংগঠনের জ্যেষ্ঠ নেতা ড. বাসেম নাঈম বলেন, হামাসের অবস্থান সুস্পষ্ট ও প্রকাশিত। আমরা মধ্যস্থতাকারীদের নিকট জমা দেওয়া প্রস্তাবের জবাবের অপেক্ষায় আছি—যেটি আমরা ইতোমধ্যেই অনুমোদন করেছি। তিনি আরও বলেন, হামাস এমন এক সর্বাত্মক চুক্তির জন্য প্রস্তুত, যা যুদ্ধের অবসান ঘটাবে, গাজা উপত্যকা থেকে শত্রু বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে, সব ‘জায়োনিস্ট যুদ্ধবন্দি’ (জীবিত ও মৃত উভয়ই) নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেবে এবং ত্রাণ সহায়তা প্রবেশ ও পুনর্গঠনের জন্য সীমান্ত ক্রসিংগুলো খোলার নিশ্চয়তা দেবে। নিরস্ত্রীকরণের বিষয়ে নাঈম বলেন, প্রতিরোধ এবং অস্ত্র ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, যা আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত। ইতিহাসে...