আদালতের এজলাসে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির শুনানিতে অভিযোগ স্বীকার করে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চান তিনি। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। মারধরের শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন ভুক্তভোগী সাংবাদিক সিয়াম। সেই অভিযোগ শুনানির জন্য আইনজীবী সমিতির ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিকেলে শুনানি হয়। শুনানির বিষয়ে সিয়াম জানান, আইনজীবী সমিতির নেতারা আমাকে অনুরোধ জানান যেহেতু অভিযুক্ত বিনা তর্কে সব মেনে নিয়েছেন তাই তার প্রতি ক্ষমাসুন্দর আচরণ দেখাতে। আমি আমার প্রতিষ্ঠানের সাথে কথা বলার শর্তে কিছুদিন সময় চাই। পরে সমিতি ১১ সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেছে। গত...