শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব। বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপভোগ করার জন্য অপেক্ষা করছে। আমরা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে যেসব কাজ শুরু করেছি নির্বাচিত সরকার তা এগিয়ে নিয়ে যাব। আজ রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীতে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের জাহাজ রপ্তানির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাহাজ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি আরও বলেন, একটা সরকার গণঅভ্যুত্থানের পর যা যা করা দরকার তার অনেকখানিই আমরা করতে পেরেছি। নানা প্রতিকূলতা, বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। তিনি জাহাজ রপ্তানির প্রসঙ্গে বলেন, শুধু বাণিজ্য জাহাজই নয়, যুদ্ধ জাহাজও রপ্তানি...