তার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে একে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। যেখানে একজন নেতা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সমাজের স্বার্থকেই বড় করে দেখালেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।ডেমরায় দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের খবর থাকলেও, এবার তাঁতী দলের একজন নেতা প্রকাশ্যে নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ তোলায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।ডেমরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান বলেন, ‘একজন নেতা যদি দশের স্বার্থে নিজের সন্তানকেও ছাড় না দেন, তবে এটি সমাজে শক্ত বার্তা দেবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সে যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী পরিবারের সদস্য হোক না কেন।’ ডেমরায় দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের খবর থাকলেও, এবার তাঁতী দলের একজন নেতা প্রকাশ্যে নিজের...