রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ভালো সূচনা দেখাল সেপ্টেম্বর মাস। চলতি মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৬১ কোটি টাকা প্রায়। রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন আট কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। যা আগের বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল আট কোটি এক লাখ ৩৭ হাজার ডলার। আবার গত আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি সাত লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার। এ হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগেস্টর তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে।তথ্য পর্যালোচনা করলে দেখা যায়,...