০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম নানা আনন্দায়োজনে রামু প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রামু প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এসএম জাফরকে সংবর্ধিত করা হয়। রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাবেক সভাপতি খালেদ শহীদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান...