বাছাইপর্ব শুরু হয়েছিল ২০২৩ সালের ১২ অক্টোবর, এশিয়ার ছোট দলগুলোর মধ্যে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম গোলটি করেছিলেন মিয়ানমারের লুইন মো অং। যে ম্যাচে ৫-১ গোলের বিশাল ব্যবধানে ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল মিয়ানমার। বাছাই পর্ব শুরু হওয়ার পর থেতে এখনও পর্যন্ত ৪৫ দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪টি দেশ জায়গা করে নিয়েছে। এশিয়া থেকে:জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়াওশেনিয়া থেকে:নিউজিল্যান্ডদক্ষিণ আমেরিকা থেকে:আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়েআফ্রিকা থেকে:মরক্কো আফ্রিকা থেকে ৯ দল সরাসরি বিশ্বকাপে যাবে, আরেকটি দল প্লে-অফে খেলবে। মরক্কো (১৮ পয়েন্ট) প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। মিশর (১৯ পয়েন্ট) মঙ্গলবার বুরকিনা ফাসোর বিপক্ষে জিততে পারলে তাদের টিকিটও পাকা হবে। দক্ষিণ আফ্রিকা (১৬ পয়েন্ট) নাইজেরিয়ার বিপক্ষে জিতলে এবং বেনিন (১১) যদি লেসোথোর কাছে পয়েন্ট হারায় তবে তারাও...