আজ রোববার রাতে বিরল এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণ চন্দ্রগ্রহণের সময়ই আজ দেখা যাবে ‘ব্লাড মুন’, অর্থাৎ লাল রঙের চাঁদ। জ্যোতির্বিদ্যা-প্রেমীদের জন্য অসাধারণ এই মহাকাশীয় দৃশ্যটি উপভোগের দারুন সুযোগ এটি। এশিয়া মহাদেশসহ ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে দেখা যাবে এই ‘ব্লাড মুন’ পূর্ণ চন্দ্রগ্রহণ। ব্লাড মুন কী?ব্লাড মুন হচ্ছে এমন একটি মহাকাশীয় ঘটনা যেখানে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে, ফলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপরে। আর এ কারণেই গাঢ় লাল রঙ ধারণ করে চাঁদ। পরিচিত এই দৃশ্যটি-ই ‘ব্লাড মুন’ নামে পরিচিত, যা হাজার বছর ধরে পৃথিবীসুদ্ধ মানুষকে বিমোহিত করে আসছে। চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখানোর কারণ সম্পর্কে সম্প্রতি এএফপি’র সাথে কথা বলেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিজ্ঞানী রায়ান মিলিগান। তিনি বলেছেন যে, চন্দ্রগ্রহণের...