উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এতে ভিপি পদে ২০, জিএস পদে ১৫ জনসহ ৩২২ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। সিনেট সদস্যের ৫ পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬২ জন। মনোনয়ন দাখিলের শেষ দিনের দুপুর পর্যন্ত তেমন চাপ ছিল না। তবে দুপুরের পর উপচেপড়া ভিড় তৈরি হয় নির্বাচন কমিশনের সামনে। শেষ সময়ে বাড়তি চাপ তৈরি হওয়ায় নির্ধারিত সময় বিকেল ৫টার পরেও মনোনয়ন জমা দেন বেশ কয়েকজন প্রার্থী। এদিকে, রোববার জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির তাদেও নিজস্ব পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে ছাত্রসংগঠনগুলো নিজস্ব প্যানেল নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন, স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা এসেছিলেন বন্ধু বা সহপাঠীদের সাথে নিয়ে। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা প্রায়...