মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল ব্রিজ ও ময়নাকাটা নদীতে অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান। শনিবার আড়িয়াল খাঁ নদের তীরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, পৌরসভার কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনী। গৃহীত কার্যক্রমের মধ্যে ছিল— উৎরাইল ব্রিজের নিচে ড্রেজারে অভিযান চালিয়ে ২০০ মিটার পাইপ ধ্বংস ও ৩টি লোহার পাইপ জব্দ করা হয়। ময়নাকাটা নদীতে ৪টি ড্রেজারে অভিযান চালিয়ে পাইপ বিনষ্ট করা হয়। স্বাস্থ্য কলোনী ও যাদুয়ার চরে মোট ৭টি স্থানে প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নসিমনের বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রেজার অকার্যকর করতে ১০টি ব্যাটারি...