রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের পর পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের কর্মকাণ্ড দমন করতে সরকার আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয় মনিটরিং জোরদার করতে হবে। এর পেছনে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” প্রেস সচিব আরও বলেন, “পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশের নির্বাচনের দিকে অগ্রগতি এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া হয়ে উঠছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে।...