রাজনৈতিক দল থেকে দূরে থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কখনোই রাজনৈতিক কর্মী হিসেবে ভাবা উচিত নয়, বরং সততা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। কর্মসূচির আওতায় প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাদের দক্ষতা, জ্ঞান ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হয়।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অতীতের ১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে আইনানুগভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। আমরা যত বেশি স্বচ্ছ থাকব, জনগণের আস্থা তত বাড়বে।”তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে পুলিশের...