চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের কর্মীদের মধ্যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনা মীমাংসায় বৈঠক করেছে উপজেলা প্রশাসন। বৈঠকে ভবিষ্যতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় হাটহাজারে উপজেলা মিলনায়তনে বৈঠক শেষে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মুমিন। এর আগে আজ বিকেল সোয়া পাঁচটায় ইউএনওর সভাপতিত্বে এই সভায় হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, আহলে সুন্নত ওয়াল জামাত, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, পুলিশ ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। পরে প্রায় দুইঘন্টা ব্যাপী বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত আসে। এতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ...